December 21, 2018

Neshar Bhoja (নেশার বোঝা) - Lyrics | Music Freak

Popeye | নেশার বোঝা

Lyrics


স্বপ্ন দেখা খোলা চোখে 
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা

আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেনো আমার
দেখা হল না আলো সুধাই অন্ধকার

কেউ বুঝেনি আমায় চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো

তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি

ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরি মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজো জানিনা কিসেরি পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় নাতো বিদায়
দেয় নাতো বিদায়...

আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত 
বদলে যাবে এই জীবন শেষে
আজ আমি, ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না এই নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা।

December 19, 2018

Utshober Utshahe (উৎসবের উৎসাহে) - Lyrics | Music Freak

Band: Artcell

Artcell | উৎসবের উৎসাহে

Lyrics


আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায়।
তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে।
আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গোপনে।
তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নিরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানায় তোমাকে।
যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা।
সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে।
আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাক পরাজয় হয়েছে ম্লান চিরকাল।
জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা।
আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়।
তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে।
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ, চিনবো এঁকে এঁকে পিছু ফিরে পাই, ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে।


Utshober Utshahe - [ Download mp3 ]

December 18, 2018

Sesh Gaan (শেষ গান) - Lyrics | Music Freak

Band: Aurthohin
Album: Aushomaptho- 1

Aurthohin শেষ গান


Lyrics


যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে।

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ।
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি।
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি।

যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।
জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ।
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

হারিয়ে গেছি আমি…

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গাইতো গান এই মানুষটা খুব মন্দ না।

হারিয়ে গেছি আমি…


Aurthohin - Sesh Gaan [ Download mp3 ]

December 14, 2018

Ovishopto Prithibi (অভিশপ্ত পৃথিবী) - Lyrics | Music Freak

Lyrics: Topu
Composition: Tonmoy
Tune: Ankur
Guitar Tuning: Drop C (It means C G C F A D)

EF | অভিশপ্ত পৃথিবী

Lyrics



আজ নিজেকে হারিয়ে, খুঁজছি সমাজ এড়িয়ে বিষাক্ত জরাজীর্ণ অভিশপ্ত পৃথিবী নগরহীন নাগরিকের অদ্ভুদ সব আচরণ মুক্তি চেয়ে সৃষ্টি করে নতুন এই আলোড়ন। নেই আজ কোন বাঁধা, তবু কেন এই ধাঁধা দাসত্তের নেই অগ্রাধিকার, ভিন্নরুপী প্রলয় সরণী জুড়ে চিৎকার, অরণে কেন হাহাকার নির্মমতার সাক্ষী প্রকাশ্যে মিলিয়ে যায়। তবে কি পাবে না? শেষ কি হবে না? মুক্ত হবে কি এই সমাজ? অন্ধকার এ রচিত জীবনী আলোতে বেসামাল এখনও কি হবে না এই অন্তযুদ্ধের সমাধান?

Watch Full Video [ YouTube ]

December 12, 2018

MINERVA A Tribute To Bangladeshi Bands (Full) | মিনারভা ট্রিবিউট - Lyrics | Music Freak

Minerva |A Tribute Bangladeshi Band




রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিলো একটি ছেলে,
মা তার কাঁদে ছেলেটি মরে গেছে
হাইরে হায় বাংলাদেশ... বাংলাদেশ...

বাংলাদেশ... বাংলাদেশ...

[Azam Khan]


এই সারাদিনে ছুটাছুটি কিশোর কিশোরী
দাঁড়িইয়া বন্দে বউছি ডাং-গুলি

কানামাছি ভোঁ, ভোঁ যারে পাবি তারে ছোঁ
হইচই সারাদিন আর আনন্দে,
সুলতানা বিবিয়ানা সাহেববাবুর বৈঠকখানা।


ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে
মেঠোপথে কাশবন দূরে যাই হারিয়েনদীমাতা বাংলার পলিজমা চাদরেহইচই সারাদিন আর আনন্দেসুলতানা বিবিয়ানাসাহেব বাবুর বৈঠকখানা।


[Nogor Baul]


ঘুমন্ত শহরে রুপালি রাতে
স্বপ্নেরও নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি ,আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন চিরে
চলে গেছো এই হৃদয়টাকে ভেঙ্গে,

তুমি আমি এ একি শহরে , তুমি আমি এ একি শহরে...

[Lrb]


মন কেনো মানে না, নিঝুম আঁধার কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যাই
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ মন জুরে
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে (২)


এতো নিষ্ঠুর কেনো হলে...

হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ মন জুরে
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে (2)


এতো নিষ্ঠুর কেনো হলে...

[Miles]


জানালার বাহিরে দেখি কত রং কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব

আসতেও চাইনা আমি বাহিরে মাঝ সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদের-ই আরেকজন।

একদিন হবে মোদের-ই জয়, 
থাকবেনা আর মনে কারো কোন সংশয়
সেইদিন হবে পৃথীবি যে 
আলো ঝরা হসি গানে ভরা।

হে সমাজ... আমি চাইনা তোমার আশ্রয়

হে সমাজ... আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই তোমার স্বকীয়তা 
আমি থাকব সবার ভিতর।

হে সমাজ... আজ নেই যে মনে সংশয়।

[Warfaze]


নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাঁটছি গীটারটা নিয়ে

মাথার ভেতর নতুন একটা সুর ঘুরে
হঠাৎ করে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে।

ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেনো চোখে পানি আসে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো।


আমার যেনো মৃত্যু হয় সূর্য উঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেনো মৃত্যু হয় সূর্য উঠার আগে


[Aurthohin]


বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো।


সেই পথে আছে আজো সেই মাটি এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে এই কথা তোমার নয়।

সব পাখি নিড়ে ফেরে
সব নদীর শেষ সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে.......


আজও আমি ফিরে আসি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কথা, কত ব্যথা, আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে, আমার গানে।

[Cryptic Fate]


যা দেখ যা দেখ না ভাঙে যত অনুভুতি চেনা অচেনা তোমার অনাগত সম্ভাবনায় জমে ঘুণ পোকার আর্তনাদ। তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে। তোমার জানালায় নীল আকাশ...

আঁধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময়
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়।


[Artcell]



স্পর্শ নয় মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি আর, জলের গভীরে জল
কাব্য নয় রাত জাগা নয়, পাশাপাশি হাঁটা
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ।

[Black]


বিনিদ্র প্রহর আমি হতাশায়
যাচ্ছি একা কোন অজানায়
পেছনে ফেলে সব
স্মৃতিগুলো আমি অজানায়
চারিদিক শব্দহীন অনন্ত অসীম

উজ্জ্বল আঁধারের মাঝে কায়াহীন।

[Nemesis]



তোমার নি:শ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা। (২)


[Arbovirus]


সব, সব, সব...

আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে

মুমূর্ষু মানবতা।

[Powersurge]

ছায়াকে বিভক্ত হতে দেখেছি রোদের অভাবে ছায়ার ভেতরে
তারও আগে ধ্রুব স্বরে ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই।

[MechaniX]


Full Song [ Download mp3 ]
[ YouTube ]

December 11, 2018

Ashirbad ( আশীর্বাদ ) - Lyrics | Music Freak


Band: Minerva

Minerva | আশীর্বাদ

Lyrics

অনাবৃত কলঙ্ক আবার আমাদের ছুঁতে চায়
সভ্যতা আমাদেরকে দেখে ঘৃনায় মুখ লুকায়
ওদের নীরবতা দেখি আড়ালে অট্টহাসি দেয়
সংক্রামক হাসি দেখি উদগিরণে ভরে যায়।

এ আমাদের ঘোষনা আমরা তোদের চু* না
তোদের অসংলগ্নতা আমাদের ছোঁবে না
আরো বিকট কামনা, পরিণত কামনা
নিভৃত স্বপ্ন ভেঙ্গে যাক নগ্ন হয়ে পড়ে থাক।

এ আমাদের আহ্বান...

তোদের মিথ্যে আশা ভালোবাসা ধ্বংস হয়ে যাক
তোদের ভ্রান্ত আকাশের সূর্য আজ ডুবে যাক
তোদের বিভৎসতা অক্ষমতা অসংলগ্নতা
একদিন হয়ে দাঁড়াবে তোদের বিষন্নতা।

সব নষ্ট আবিষ্কারের ভাষা এনে দেই
তবু এখন এগিয়ে সম্ভাবনা
আর প্রতিহিংসা বিদ্বেষতা প্রতিকুলতায়
এই আঁধার ছেড়ে আলোর পথে এগিয়ে যাওয়া।

আমাদের এই বিস্তৃত সভ্যতা
ক্রমাগত আজ তোদেরই অগোচরে
পরাহত অসারতা আজ নিহত
হয়ে পড়ে থাকে অনাহারে।

আমাদের বিস্তৃত সভ্যতা
আজও তোদের-ই অগোচরে
পরাহত অসারতা আজ নিহত
হয়ে পড়ে থাকে অনাহারে..

এ আমাদের আহ্বান...

তোদের মিথ্যে আশা ভালোবাসা ধ্বংস হয়ে যাক
তোদের ভ্রান্ত আকাশের সূর্য আজ ডুবে যাক
তোদের বিভৎসতা অক্ষমতা অসংলগ্নতা
একদিন হয়ে দাঁড়াবে তোদের বিষন্নতা।

নিস্তব্ধ নিভৃত আমাদের প্রার্থনা
অনিদ্রায় অনিচ্ছায় জর্জরিত তোরা
বিবেকে বিস্তৃত আমাদের আর্তনাদ
ঘৃনিত পীড়িত তোদেরই হাহাকার।

তোমাদেরই আলোতে আজ আমরা এখানে
আমাদেরই মিছিলে জাগ্রত স্বর তোমরা
আমাদেরই এ আলোতে আলোকিত তোমরা
তোমাদেরই মিছিলে জেগে উঠি আজ আমরা।


Ashirbad - [ Download mp3 ]
[ YouTube ]

Shongbidhaner Biday ( সংবিধানের বিদায় ) - Lyrics | Music Freak


Band: Minerva
Album: Biday Shongbidhan
Minerva | সংবিধানের বিদায়

Lyrics


আমাদের আকাশে
আবারো মৃত কোন মুখের ছায়াতে
ভেসে উঠে কোন ঘৃনার সুর
যা দেখি অস্পষ্ট
ফিরে তাকাই সবাই বাঁধা পেরিয়ে।

আজ সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে
শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহ্বানে
আজ বিদায় হোক অসম সংবিধানের
না, আর না, শিকল এই সংবিধানে।

সংঘর্ষ সংস্পর্শে জেগে একা সে
এই অন্ধকার সমাচার এই সংবিধান
সংঘর্ষ সংস্পর্শে জেগে একা সে
এই অন্ধকার মৃত্যুকুপ কে ভেঙ্গে
আজ জেগে উঠা।

শিহরণে একাকী বিবেকের রুগ্নতা
মৃত দেয়ালে শুধুই ঘৃনার দাগ
ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা
ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার
ক্ষীণ আঁধারে সব বাঁধা পেরিয়ে।

Shongbidhaner Biday - [ Download mp3 ]
[ YouTube ]