Band: Minerva
Album: Biday Shongbidhan
Minerva | সংবিধানের বিদায়Lyrics
আবারো মৃত কোন মুখের ছায়াতে
ভেসে উঠে কোন ঘৃনার সুর
যা দেখি অস্পষ্ট
ফিরে তাকাই সবাই বাঁধা পেরিয়ে।
আজ সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে
শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহ্বানে
আজ বিদায় হোক অসম সংবিধানের
না, আর না, শিকল এই সংবিধানে।
সংঘর্ষ সংস্পর্শে জেগে একা সে
এই অন্ধকার সমাচার এই সংবিধান
সংঘর্ষ সংস্পর্শে জেগে একা সে
এই অন্ধকার মৃত্যুকুপ কে ভেঙ্গে
আজ জেগে উঠা।
শিহরণে একাকী বিবেকের রুগ্নতা
মৃত দেয়ালে শুধুই ঘৃনার দাগ
ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা
ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার
ক্ষীণ আঁধারে সব বাঁধা পেরিয়ে।
Shongbidhaner Biday - [ Download mp3 ]
[ YouTube ]
No comments:
Post a Comment