December 11, 2018

Dushito Rokto ( দূষিত রক্ত ) - Lyrics | Music Freak

Band: Samrajjo

Samrajjo দূষিত রক্ত

Lyrics


দূষিত রক্ত খেলে তোমার শরীরে, চোরাবালির ঘনবসতি তোমার মগজে। লাঞ্ছিত স্বপ্ন তোমার আঘাতে, নিকৃষ্ট ভালোবাসা তোমার হৃদয়ে। আর কত নীচে যাবে তুমি বিলিয়েছ তোমায় অলিতে গলিতে। আর কত ছোট হবে তুমি মিশিয়েছ মান পথের ধূলিতে। ধরেছ কত রং অবিরত, যা ঢেকেছে তোমার মুখোশে, পড়েছে যারা যেন ধ্বংস তারা তোমার দৃঢ় স্পর্শে। কি পেয়েছ, কোন খেলাতে তুমি মেতেছ এভাবে ? আর কতদিন, চরিত্রহীন, নিকৃষ্ট দক্ষ স্বভাবে? বিষাক্ত তোমার জীবনটাও যেন সর্পরূপ চাহনিতে, প্রযুক্তি তোমার হাতের মুঠোই, প্রতারণাই তুমি এগিয়ে। এক কু-ব্যধি তুমি ছড়িয়ে দিয়েছ, ভুলিয়েছ মানবতাকে। মৃত্যু পথে ছুড়ে ফেলে দিয়েছ, নষ্ট করছ তুমি সমাজকে। সব দূষিত, সব বিষাক্ত এলোমেলো,
অস্পষ্ট...


Dushito Rokto - [ Download mp3 ]
Wath Official Video - Dushito Rokto [ Youtube ]

No comments:

Post a Comment