Lyrics: Topu
Composition: Tonmoy
Tune: Ankur
Guitar Tuning: Drop C (It means C G C F A D)
EF | অভিশপ্ত পৃথিবী
Lyrics
আজ নিজেকে হারিয়ে, খুঁজছি সমাজ এড়িয়ে
বিষাক্ত জরাজীর্ণ অভিশপ্ত পৃথিবী
নগরহীন নাগরিকের অদ্ভুদ সব আচরণ
মুক্তি চেয়ে সৃষ্টি করে নতুন এই আলোড়ন।
নেই আজ কোন বাঁধা, তবু কেন এই ধাঁধা
দাসত্তের নেই অগ্রাধিকার, ভিন্নরুপী প্রলয়
সরণী জুড়ে চিৎকার, অরণে কেন হাহাকার
নির্মমতার সাক্ষী প্রকাশ্যে মিলিয়ে যায়।
তবে কি পাবে না? শেষ কি হবে না?
মুক্ত হবে কি এই সমাজ?
অন্ধকার এ রচিত জীবনী আলোতে বেসামাল
এখনও কি হবে না এই অন্তযুদ্ধের সমাধান?
No comments:
Post a Comment