Band: Samrajjo
Vocal & Lead Guiter: Amin
Drummer: Rahul Barua
Samrajjo | আর একটা দিন
Lyrics
আর একটা দিন, আর একটা ক্ষন
জানি থাকবেনা তুমি, আমার সাথে
হৃদয়টা ছিড়ে দাও আঘাতে। (২)
আমি থাকবো কি করে, তোমার প্রতিটি কথা আমায় আকড়ে ধরেছে। আমি মানবো কি করে, তোমার প্রতিটি স্মৃতি আমায় পুড়ে মারছে।
(হারমোনিকা)
আমি বুঝিনি তোমার স্পর্শ কেমন। আমি মেনেছি তুমিই চেয়েছো যেমন। কত যে কি ছিলো দেখেও দেখিনি। কত কষ্ট গোপনে ছিলো বলিনি। (২)
আমি থাকবো কি করে, তোমার প্রতিটি কথা আমায় আকড়ে ধরেছে। আমি মানবো কি করে, তোমার প্রতিটি স্মৃতি আমায় পুড়ে মারছে।(২)
আর একটা দিন, আর একটাক্ষন। আর একটা গোধূলি দাও আমাকে। জানি থাকবে না তুমি, আমার সাথে। হৃদয়টা ছিড়ে দাও আঘাতে। (২)
Ar Ekta Din - [ Download mp3 ]
No comments:
Post a Comment