December 8, 2018

Amar Protichobi ( আমার প্রতিচ্ছবি ) - Lyrics | Music Freak

Band: Aurthohin
Album: Biborton


Aurthohin আমার প্রতিচ্ছবি

Lyrics


মুখটা তুলে আকাশটাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে

মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প

চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা, হয়তোবা চলে যাবে
থাকব আমি শুকতারা।

শীতের সকাল গাছের পাতা, হয়তোবা ঝড়ে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে উঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা, হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা, হয়তোবা ঝড়ে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ...

Amar Protichobi - [ Download - mp3 ]

No comments:

Post a Comment